ওয়েব ডেস্ক: ভারতের ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি দেখার জন্য আর তর সইছে না সল্লু-ক্যাটের ফ্যানেদের। ভারত সিনেমার প্রথম গান স্লো মোশন ইতিমধ্যেই মন কেড়েছে ভক্তদের। এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় গান। গানটিতে আরও একবার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখা যাবে সলমন ও ক্যাটরিনার।
গানের নাম, ছাসনি। গানটিতে এই জুটিকে দেখা যাচ্ছে ভরপুর রোম্যান্সের মুডে। সঙ্গে ক্যাটরিনার কার্লি হেয়ার লুক যেন আরোই মহমোয়ী করে তুলছে আবহকে। গানটি গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব।
টাইগার জিন্দা হ্যায়-এর পর আবার এই জুটিকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জেনে ইতিমধ্যেই উত্তেজিত তাঁদের ভক্তরা। আলি আব্বাস জফর নিজেই বলেছেন যে ক্যাটরিনা ও সলমনের জন্য লাভসিন নাকি তার লেখার দরকারই পড়ে না। কারণ তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো।
কোনো না কোনোভাবে তাদের রোম্যান্সটা যেন স্বাভাবিক লাগে দেখতে। সবমিলিয়ে ছাসনি গানটি আবারও জেনওয়াইদের মন কেড়ে নেবে, এমনই মনে করছেন ছবির পরিচালক।