Date : 2023-01-28

বাবার ঘাড়ে চড়ে লন্ডন ঘুরছে তৈমুর…

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই পতৌদি পরিবার নেই দেশে।

ছেলে তৈমুরকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সইফ-করিনাকে লন্ডনের পথেঘাটে।

এবার সেই দলের সঙ্গে যোগ দিতে দেখা গেল করিনার দিদি করিশ্মা কপুরকেও। সঙ্গে অবশ্যই পুরো পরিবারও আছে।

ছেলে তৈমুরকে ঘাড়ে নিয়ে সইফ ও পাশে অবশ্যই মা করিনাকে দেখা গেল লন্ডনের বৃষ্টিতে ঘুরে বেড়াতে।

তাতে ক্যাপশনও দিলেন, তৈমুরের সঙ্গে শপিংএ।

লন্ডনে ইংরেজি মিডিয়াম ছবির শুটিং-এই করিনা গিয়েছেন বলে জানা গেছে।

সঙ্গে নিতে ভোলেননি গোটা পরিবারকেও। তৈমুরের স্কুলে সামার ভ্যাকেশন চলার কারণে পতৌদি পরিবার তাকে সঙ্গে নিয়ে যেতে পেরেছেন লন্ডনে।