Date : 2024-04-26

সবুজের খাতায় নাম লেখাল থাইল্যান্ড…

ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে ততই আধুনিক হচ্ছে দুনিয়া। টেকনলজি থেকে শুরু করে রোজকার জীবনের সমস্ত চাহিদা পূরণ, সবেতেই  আজ  আধুনিকতার ছোঁয়া। কিন্তু সবকিছুর মাঝেই আমরা কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছি, মনে হয় না? তাই তো সবাই মিলে যেন উঠে পড়ে লেগেছে এই পরিবেশকে ধ্বংস করতে। অন্য কোনোদিকে না তাকিয়ে শুধুই নিজেদের দরকারগুলো পূরণ করে চলেছে। ব্যবহার বাড়ছে প্লাস্টিকের।

প্রতিদিন কত সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে কেবল ভুল করে প্লাস্টিক খেয়ে, তার হিসেব কতজনই বা রাখে। আর এই প্লাস্টিকের ব্যবহারই হল আজকের দিনে পরিবেশ দূষণের সবথেকে বড় কারণ। এই বিষয় নিয়ে আগেও নানা দেশ অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনোটাই ঠিকঠাক কার্যকরী হয়ে ওঠেনি। তবে থাইল্যান্ড এই প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য নিয়েছে একটি বৃহৎ উদ্যোগ।

থাইল্যান্ডের বাজারে প্লাস্টিক ব্যাগের জায়গায় ব্যবহার করা হচ্ছে কলা পাতা। তা দিয়েই মুড়ে দেওয়া হচ্ছে শাক-সবজি থেকে শুরু করে অন্যান্য দ্রব্যও। থাইল্যান্ডের এই অভিনব প্রয়াস মন কেড়েছে নেটিজেনদেরও। সবাই কুর্নিশ জানিয়েছে এই দেশকে।