Date : 2024-04-27

ফেসঅ্যাপের মাধ্যমে ফিরে পেল ১৮ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে…

ওয়েব ডেস্ক: কেটে গেছে ১৮বছর। সন্তানকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তার বাবা-মা।

তবে কিছুদিন যাবৎ যে অ্যাপটি নিয়ে সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছেল, সেই অ্যাপই ফিরিয়ে আনল হারিয়ে যাওয়া ছেলেকে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ফেসঅ্যাপের জন্যই ১৮ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেয়েছে তার পরিবার।

২০০১-এ হারিয়ে যাওয়া সেই শিশু আজ ২১ বছরের এক যুবক। নাম ইউ উইফেং। বর্তমানে ইউ গুয়ানঝাউ প্রদেশের কলেজে পড়াশোনা করে। ফেসঅ্যাপের মাধ্যমে পুলিশ যখন তাঁর খোজ পেয়ে তাঁকে হারিয়ে যাওয়ার কথা বলে, তখন সে বিশ্বাসই করতে চায়নি।

#Newsrplus_Ground_Zero

শহরে প্লাসটিকের পাহাড়, শহরবাসীর ঘুম কবে ভাঙবে ? দেখুন গ্রাউন্ড জিরো কলকাতা মঙ্গলবার ২৩ তারিখ বেলা ১১ টা থেকে দিনভর।RPLUS News Kolkata Kolkata,West Bangla,India West Bengal Plastic Bank Indian Plastics Federation

Posted by RPLUS News on Monday, July 22, 2019

শেষ পর্যন্ত ডিএনএ টেস্টের মাধ্যমে বায়োলজিক্যাল বাবার পরিচয়ে নিশ্চিত হয় সে, পুলিশ সূত্রে খবর।

ইউ-র বাবা একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন। সেখান থেকেই একদিন হারিয়ে যায় ইউ। তখন তাঁর বয়স তিন বছর। তার পর ইউ-কে খোঁজার অনেক চেষ্টা করেও ব্যার্থ হয় পুলিশ।

#Newsrplus_Ranakhetra

পৌরসভায় ব্যলটে ভোটের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত ? মেরুকরনের মাধ্যমে কি বাজিমাত করে দেবে বিজেপি ? দেখুন 'ইভিএম বনাম ব্যালট'। রনক্ষেত্রে আজ রাত ৮.৩০ শুধুমাত্র Rplus এ।RPLUS News Electronicvoting Ranokhetro Kolkata West Bengal India IndianPolitics

Posted by RPLUS News on Tuesday, July 23, 2019

বিষয়টি একসময় ধামাচাপা পড়ে যায়। কিন্তু ফেসঅ্যাপ ভাইরাল হওয়ার পরেই সেই অ্যাপের বিপুল ডেটাবেস খতিয়ে দেখে পুলিশ। তারপরই খোঁজ মেলে ওই ইউ-এর।