Date : 2024-04-27

পাকিস্তানের মীরপুরে তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর ভারত…

ওয়েব ডেস্ক: দিল্লির এনসিআর এলাকা হঠাৎ-ই ভূমিকম্প কেঁপে উঠল। দিল্লির পাশাপাশি পঞ্জাব সহ বেশকিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উপকেন্দ্র পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর অঞ্চল। এই কম্পনের প্রভাব উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলেই পড়েছে। এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে ক্ষয়-ক্ষতির পরিমান সবচেয়ে বেশি।‘ইউরোপিয়ান মেডিটোরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার’ সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম লাহোরের থেকে ১৭৪ কিলোমিটার দূরে এর উৎসস্থল। সূত্রের খবর, ইসলামাবাদ, পেশয়ার, রাওয়ালপিণ্ডি, লাহোর সহ পাকিস্তানের একাধিক অঞ্চলে রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৭ । ভূমিকম্প প্রায় ৭ মিনিট স্থায়ী হয়েছিল। মাটির নীচে প্রায় ১০ কিমি গভীরে ছিল এর উৎসস্থল। তবে ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।