Date : 2024-04-26

একাকীত্বে ভুগছেন? মাত্র ৬০০ টাকাতেই বন্ধু ‘ভাড়া’ করুণ এবার…

ওয়েব ডেস্ক: ২০১৯এ দাঁড়িয়ে আজকে টেকনলজির দৌড় বহুদূর। তবে যেকোনো বিষয়েরই যেমন ভালো থাকে তেমনই খারাপও থাকে। তাই এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে মানুষের সঙ্গে যোগাযোগের রাস্তা অনেক সহজ করে দিচ্ছে।

অন্যদিকে এইগুলি যে মানুষকে তাদের অজান্তেই কতটা একা করে দিচ্ছে তা কল্পনারও বাইরে। তবে এই একাকীত্ব ঘোচানোর উপায় এনে দিয়েছে জাপান। এবার থেকে মাত্র ৬০০ টাকার বিনিময়ে অনলাইনে ভাড়া করতে পারবেন মধ্যবয়স্ক এক লোককে।

তিনি গ্রাহকের কথা মন দিয়ে শুনবেন। নানা পরামর্শ দিয়ে তাঁর সমস্যার সমাধানের চেষ্টাও করবেন। সেই সঙ্গে ঘরের যাবতীয় কাজও করে দেবেন। তার জন্য ভারতীয় মুদ্রায় খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা। তবে এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতারও একটা প্রশ্ন ওঠে।

তবে সে বিষয়ে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি। বছর পঞ্চাশের তাকানোবু ‘ওশান রেন্টাল’ নামক এই ব্যবস্থাটি শুরু করেন। জাপানে ‘ওশান’ শব্দের অর্থ মধ্যবয়স্ক। তাই এই নাম বেছে নেওয়া। নিঃসঙ্গ মানুষজনের পাশে দাঁড়ানোই এই সংস্থার কাজ। তবে জাপানে শুরু হলেও ভারতে কবে শুরু হবে সেটাই ভাবনার।