Date : 2021-10-20

অগাস্টে রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের প্রথম দিন, কলকাতা সুনসান

চলতি মাসে রাজ্যে যে ৭ দিন পূর্ণ লকডাউন হবে তার প্রথম দিন ৫ অগাস্ট, বুধবার। সকাল ৬টা থেকে রাত ১০টা, এই ১৬ ঘণ্টা লকডাউনে বন্ধ গোটা রাজ্য। কলকাতা থেকে জেলা, সব জায়গাতেই ধরা পড়েছে সেই লকডাউনের ছবি। জেলায় দু-একটি ক্ষেত্রে মানুষ পথে বের হলেও, কলকাতায় পথঘাট ছিল সুনসান। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই পথে বের হতে দেখা যায়নি। ফলে পুলিশের কাজ খানিকটা সহজ হয়ে যায়। যদিও নজরদারির প্রশ্নে যথাসম্ভব কড়া অবস্থানই নিয়েছিল পুলিশ। হাওড়া ব্রিজের দু-প্রান্তেই ছিল কড়া নজরদারি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেওয়া হয়নি অন্য প্রা্ন্তে।