Date : 2024-04-26

গুদামে পড়ে থাকা অ্যামোনিয়াম নাইট্টেট থেকেই বিস্ফোরণ, জানালেন লেবাননের প্রধানমন্ত্রী

রাজধানী বেইরুটের অধিকাংশ বাড়ি ক্ষতবিক্ষত। পুরো শহর জুড়ে যেন ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে। সব বাড়িরই দরজা, জানালা ভাঙা, কাচ গুড়িয়ে গিয়েছে। রাস্তাঘাটে পড়ে রয়েছে ভাঙাচোরা গাড়ির সারি। বিস্ফোরণের তীব্রতা ও ক্ষয়ক্ষতি দেখে প্রথমে মনে করা হয়েছিল জঙ্গি হামলা। কিন্তু না। ২৪ ঘণ্টার মধ্যেই জানা গেল আসল কারণ। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, বেইরুট পোর্টের একটি গুদামে গত ৬ বছর ধরে রাখা ছিল ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্টেট। এত বিশাল পরিমাণ বিস্ফোরক রাখা থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা প্রায় কিছুই ছিল না। তারই ফল ভুগতে হয়েছে বেইরুটকে। বিস্ফোরণ শুধু সাজানো গোছানো সুন্দর শহরই ধ্বংস হয়নি, প্রাণ গিয়েছে কমপক্ষে ৭৩ জনের। জখম হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।