Date : 2024-04-26

গোল ধরা দিলেও জয় অধরা, হায়দরাবাদের কাছেও হারল লালহলুদ

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের খারাপ প্রদর্শন অব্যাহত। চতুর্থ ম্যাচে ড্র করায় আশা করা গিয়েছিল মন্দ ভাগ্যের অবসান হয়েছে। কিন্তু পঞ্চম ম্যাচেও দেখা গেল ইস্টবেঙ্গল রয়েছে ইস্টবেঙ্গলেই। এবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-৩ গোলে হারল রবি ফাওলারের দল। জোড়া গোল করেন ম্যাগোমা। তা সত্ত্বেও এই হারে স্পষ্টতই হতাশ দলের কোচ। ৫ ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের স্কোরশিট বলছে চারটি হার, একটি ড্র। ফলে ১ পয়েন্ট নিয়ে তালিকায় শেষেই রয়ে গেল ইস্টবেঙ্গল। এদিন প্রথমার্ধে ম্যাগোমার গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। চলতি আইএসএলে এটাই ইস্টবেঙ্গলের বহুকাঙ্খিত প্রথম গোল। যা চার ম্যাচ পরে হাসি ফোটায় সমর্থকদের মুখে। কিন্তু দ্বিতীয়ার্থে ছবিটা বদলে যায়। ৫৬ মিনিটেই পর-পর দুটি গোল করেন হায়দরাবাদের আরিদেন। একটি গোল করেন হোলিচরণ নার্জারি। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মরণ কামড় দেওয়ার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে আরও একটি গোল করেন ম্যাগোমা। কিন্তু এরপর শত চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ বাহিনী।