Date : 2024-04-25

বিধায়ক পদে ইস্তফা শুভেন্দুর, বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও জোরদার

মন্ত্রিত্ব আগেই ছেড়েছিলেন। তারপর ছেড়েছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ। এবার বিধায়ক পদও ছাড়লেন রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত মুখ শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় গিয়ে রিসিভিং সেকশনে পদত্যাগপত্র জমা দেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সময় বিধানসভায় ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইস্তফাপত্র জমা দিয়েই বেরিয়ে যান শুভেন্দু। কিন্তু খবর চাউর হতেই রাজ্য রাজনীতিতে ঢেউ তুলে দিয়েছে শুভেন্দুর এই পদক্ষেপ। যে ঢেউয়ের দোলায় পরস্পরকে বিঁধেছে তৃণমূল ও বিজেপি।তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সাংসদ, বিধায়ক, মন্ত্রিত্ব দিয়ে শুভেন্দুকে সম্মান দিয়েছিল তৃণমূল। পক্ষান্তরে সিবিআই-ইডির মাধ্যমে শুভেন্দুকে অসম্মানিত করেছিল বিজেপি। তাই ভয়ে না ভালোবাসায় শুভেন্দু বিজেপির পথে পা বাড়াচ্ছেন তা স্পষ্ট নয়। কুণাল একথা বললেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সহ-সভাপতি মুকুল রায় দুজনেই একযোগে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন শুভেন্দুকে। শুভেন্দু ঘনিষ্ট মহল সূত্রের খবর, শুভেন্দুর বিজেপিতে যোগদান এখন খালি সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসন্ন রাজ্য সফরেই ঘর বদল সেরে ফেলবেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের পান্তা ভাত খাওয়া ছেলে হয়ে যাবেন তৃণমূলের প্রাক্তনী। যদিও শেষবেলাতেই নিজের অবস্থান খোলসা করেননি শুভেন্দু। বিজেপিতে যাবেন নাকি পৃথক দল গড়বেন সেটা আপাতত আস্তিনেই গুটিয়ে রেখেছেন।