Date : 2024-04-27

সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট, যুক্ত হল মুকুল রায়ের নাম

নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নাম যুক্ত হল সাপ্লিমেন্টারি চার্জশিটে। বিধানসভা ভোটের মুখে যা রাজনৈতিক উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিজেপি শিবিরে।২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন রাত্রে বাড়ির সামনের মাঠে পুজোমণ্ডপে বসেছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই সময় তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বিধায়ক খুনের অভিযোগ ওঠে স্থানীয় যুবক অভিজিৎ পুন্ডরী-সহ ৫ জনের বিরুদ্ধে। মোট ৫ জনের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্বভার হাতে নেয় সিআইডি। নাম জড়ায় মুকুল রায়ের। যদিও পরবর্তীকালে বাদ যায় মুকুল রায়ের নাম। মাসখানেক আগে রানাঘাটের বর্তমান বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় সিআইডি। আইনি লড়াইয়ে রানাঘাট আদালত জামিন দেয় জগন্নাথ সরকারকে। এবার ফের সাপ্লিমেন্টারি চার্জশিট। এবার নাম একসময় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড থাকা মুকুল রায়ের নামে। সিআইডির এই চার্জশিট পেশকে ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর কয়েকগুণ বেড়েছে। গ্রেফতার করে বিজেপিকে আটকানো যাবে না বলে রামনগরের সভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।কলকাতায় সাংবাদিক বৈঠক করে মুকুল রায় দুষেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই।