Date : 2024-03-19

বাংলা নিজের মেয়েকেই চায়, নয়া স্লোগান তৃণমূলের, কটাক্ষ বিরোধীদের

খেলা হবে, জয় শ্রীরাম কিংবা আর নয় অন্যায়। কিংবা টুম্পার সঙ্গে ব্রিগেডে। ভোট বাংলায় রোজই নতুন নতুন স্লোগান। দেওয়াল লিখনের আর সেই বাজার নেই। তাই সোশ্যাল মিডিয়াতেই ঝড় তুলছে নিত্য নতুন স্লোগান। ভোট বসন্তের এমন আবহেই এবারে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নতুন স্লোগান বাজারে আনল তৃণমূল কংগ্রেস। বাংলা নিজের মেয়েকেই চায়। ঘরের লক্ষ্মী খুবই প্রচলিত শব্দবন্ধ বাংলায়। অনেকটা সেই আদলেই নতুন স্লোগানকে রাখা হয়েছে।

বিজেপি বহিরাগতদের দল, গুজরাত বাংলা শাসন করবে না, বিভিন্ন জনসভা থেকে এমন কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে অন্যান্য নেতাদের। দিদিকে বলো, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান নিয়ে ভোট বঙ্গে আগেই ঝাপিয়েছিল তৃণমূল। শনিবার সাংবাদিক সম্মেলন করে কর্পোরেট ধাঁচে সামনে আনা হল এক লাইনের এই নতুন স্লোগান। নতুন স্লোগানকে যথারীতি বিঁধেছেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান কটাক্ষের সুরে বলেছেন বাংলার গর্ব এখন বাংলার গর্ত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, অবলা নারী হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তাই এমন স্লোগানকে তুলে ধরা হয়েছে।