Date : 2024-03-19

দেশে করোনার দ্বিতীয় ঢেউ

রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে নোভেল করোনা ভাইরাস। তার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা দশা ভারতের। স্বাস্থ্যমন্ত্রকের নয়া পরিসংখ্যান বলছে, নতুন সপ্তাহের প্রথম দিন দেশে দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজার ৯১২। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লক্ষ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।

সুস্থতার হার তুলনায় অনেক কম। একদিনে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৬ জন। দৈনিক করোনা সংক্রমণ লক্ষ পেরিয়েছিল গত সপ্তাহেই। এবার তা এগোচ্ছে ২ লক্ষের দিকে। জোড়া ভ্যাকসিন দিয়ে গণটিকাকরণের পরও কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না তাতে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে ইতিমধ্যে ১০ কোটি ৪৫ লক্ষের বেশি দেশবাসী করোনার টিকা পেয়েছেন। 

 কিন্তু তা সত্ত্বেও মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কতটাই বা এগোতে পারছে ভারত? এই প্রশ্ন উঠছে।  দেশে এই মুহূর্তে যে ক’টি করোনা টিকা কাজ করছে, তাতে যুক্ত হতে চলেছে রাশিয়ার স্পুটনিক ভি ।  জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির রপ্তানি বন্ধ করেছে কেন্দ্র।