Date : 2024-04-26

টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী

টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতাল  থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশবাসীকেও টিকা নেওয়ার জন্য আবেদন জানান নমো। ষাটোর্ধ্বদের টিকাকরণ শুরুর প্রথম দিন অর্থাৎ ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদী।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর টুইট করেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম বড় রাস্তা টিকাকরণ। যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে দ্রুত টিকা নিন।’

এদিন কো-উইন ওয়েবসাইটের একটি লিঙ্কও নিজের টুইটে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভারত বায়োটেকের তৈরি দেশীয় করোনা টিকা নিয়েছিলেন নরেন্দ্র মোদী। টিকা নেওয়ার পর একটি টুইট করে ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘ কোভিড-১৯ -এর সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’