Date : 2024-04-27

বাবা-মাকে রাখা যাবে না বৃদ্ধাশ্রমে, নতুন আইন আনতে চলেছে অসম সরকার

ওয়েব ডেস্কঃ সন্তান থাকলে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না বাবা মা কে। এমনই আইন আনতে চলেছে অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কথায়, “রাজ্যে ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। এটি শুভ ইঙ্গিত নয়। ছেলেমেয়েরা যত বাবা-মায়ের সঙ্গে থাকে,
ততই সংস্কার শিখবে। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সংস্কৃতি চালু হলে সমাজ ভেঙে যাবে।”

তিনি আরও বলেন, “যে সব বৃদ্ধ-বৃদ্ধা নিরাশ্রয়, যাঁদের সন্তান নেই- তাঁরাই শুধু বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন। কিন্তু ছেলেমেয়ে বাইরে চাকরি করে আর মাসে টাকা পাঠিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবে, তেমনটা অসমে চলতে দেওয়া যায় না। এ নিয়ে কড়া আইন আনা হবে।” ইতিমধ্যেই এর আগেই অসম সরকারের পক্ষ থেকে একটও আইন করা হয়েছে, যে সমস্ত ছেলে মেয়েরা সরকারি চাকরি করেন, অথচ বাবা মাকে দেখেন না৷ তাদের বেতনের একটা অংশ সরাসরি বৃদ্ধ বাবা-মার অ্যাকাউন্টে পাঠানো হবে। আর তারপরই এই সিদ্ধান্ত নিল অসম সরকার।