Date : 2024-04-26

৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্করা কিভাবে টিকা পাবেন! কেন্দ্রকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের

ওয়েব ডেস্কঃ ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সম্পূর্ণ হবে। এমনটাই জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের সেই লক্ষ্যমাত্রাকে প্রশ্নের মুখে ফেলে দিল। টিকাকরণের যা গতি তাতে ডিসেম্বরের মধ্যে লক্ষ্যে পৌঁছানো কার্যত অসম্ভব। কেন্দ্রকে এই বাস্তব সত্য মেনে নিতে বলে ভর্ৎসনা করল আদালত।

এবিষয়ে, বৃহস্পতিবার আদালতের তরফে বলা হয়েছে, ‘‘আমরা জানি না, ৩১ ডিসেম্বরের যে লক্ষ্য স্থির করা হয়েছে, তাতে আদৌ পৌঁছনো সম্ভব হবে কি না। মনে হচ্ছে আমরা পারব না। গতকালই একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, লক্ষ্যে পৌঁছতে গেলে দৈনিক ৯০ লক্ষের টিকাকরণ করা দরকার। কী করে সেই দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ হবে? আমাদের পরিকাঠামো নেই, টিকা নেই। তাই এটা অসম্ভব। এই বাস্তব সত্যের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে।’’