Date : 2024-04-26

Calcutta Football League : কলকাতা লিগের মঙ্গলবার ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি রেলওয়ে এফসি

মৈনাক মিত্র, রিপোর্টার : কলকাতা লিগের ম্যাচে মঙ্গলবার ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি রেলওয়ে এফসি। নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেডের বিপক্ষে পয়েন্টের লক্ষে মাঠে নামছে রেলওয়ে দল। এবারের লিগে খুব বেশি নজর কাড়তে পারেনি অফিস দলটি। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ৪। ইউনাইটেডের বিপক্ষে কেলভিনকে রেখেই দল সাজাতে পারেন রেলওয়ে কোচ এবং টিডি।

রেলওয়ে এফসি দল কলকাতা লিগে এখনও পর্যন্ত নজর না কারলেও শেষ ম্যাচে তারা মরিয়া জলে উঠতে। সৈকত সাহা রায়ের মত বড় দল খেলা ফুটবলার রয়েছে রেলওয়ে দলে। তাই জুনিয়র ফুটবলারদের উদ্বুদ্ধ করার দায়িত্ব বর্তাচ্ছে সৈকতের ওপরেই। কেলভিন সৈকতরা, ইউনাইটেডের বিপক্ষে শেষ পর্যন্ত পয়েন্ট তুলতে পারে কিনা, এখন সেটাই দেখার।

অপরদিকে কলকাতা লিগে মাঠে নামছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিপক্ষে রেলওয়ে এফসি দল। এক ঝাঁক বাঙালি তরুণ ফুটবলার যে ফুটবলটা খেলছে এবারের লিগে তাতে কুর্নিশ জানাতেই হয়ে ইউনাইটেডের বেলজিয়ান কোচ স্টিভকে। রেলওয়ে এফসির বিপক্ষেও ৩ পয়েন্টের লক্ষ নিয়ে খেলতে নামছে পার্পেল ব্রিগেড। শুধুই তিন পয়েন্টের জন্য নয়, দৃষ্টিনন্দন ফুটবল খেলতে বলছেন ইউনাইটেড কোচ। পয়েন্টের কথা চিন্তা না করে সুব্রত মুর্মু, তারক হেমব্রমদের মাঠে সেরাটা দিতে বলছেন স্টিভ।

ইউনাইটেড কোচ প্রথম থেকেই একঝাঁক বাঙালি ফুটবলারের ওপর ভরসা রাখছিলেন। রেলওয়ে ম্যাচেও একইভাবে সুব্রত, তারক, জগন্নাথদের প্রাধান্য দিয়েই দল সাজাতে চলেছেন ইউনাইটেড কোচ। নক আউট রাউন্ডের আগে রিজার্ভ বেঞ্চকেও দেখে নিতে পারেন ইউনাইটেড কোচ।