Date : 2024-04-27

পদ্মশ্রী সম্মানে ভূষিত গরিবের ত্রাতা জিতেন্দ্র সিং শান্টি

মাম্পি রায়, নিউজ ডেস্ক : পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল প্রাক্তন বিজেপি বিধায়ক এবং ভগত্ সিং লোক সেবা দলের প্রতিষ্ঠাতা জিতেন্দ্র সিং শান্টিকে। সমাজসেবামূলক কাজের জন্য এই সম্মান দেওয়া হল তাঁকে ।  এলাকায় ফিরতেই পুস্পস্তবক দিয়ে এবং ফুলের মালা পরিয়ে তাঁকে সম্বর্ধনা দেন স্থানীয়রা ।   25 বছরের বেশি সময় ধরে গরীব মানুষের সেবা করে চলেছেন জিতেন্দ্র সিং।গরিব পরিবারের কোনো মানুষের মৃত্যু হলে, বিনামূল্যে তাঁদের শেষকৃত্যের ব্যবস্থা করেন তিনি ।

করোনাকালে সংক্রমণের ভয়ে অধিকাংশ মানুষ মানবিকতা বিসর্জন দিয়ে, নিকট আত্মীয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ।তখন আক্রান্ত ও মৃতের পরিবারের ত্রাতা হয়ে আসেন জিতেন্দ্র সিং শান্টি ।   নিজে থেকে  অ্যাম্বুল্যান্স এবং গাড়ির ব্যবস্থা করে করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দেন শান্টি এবং তাঁর দল । বিনামূল্যে প্রায় 4 হাজার দেহের শেষকৃত্য করেন তাঁরা ।বহু মানুষ সংক্রমণের ভয়ে নিজের আত্মীয়ের কাছে ঘেঁষতে চাননি । তখন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে অজ্ঞাত পরিচয় ওই দেহের সৎকার করেছেন জিতেন্দ্র সিং শান্টি । যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে, তখন প্রতিদিন প্রায় 10 থেকে 15টি করে দেহের  সৎকার  করেন তাঁরা। পূর্ব দিল্লি পুরসভার নিকটবর্তী সীমাপুরী শ্মশানঘাটের কাছে একটি অস্থায়ী অফিস তৈরি করে ফেলেন শান্টি ।এমনও দিন কেটেছে যখন রাত দুটো পর্যন্ত  সৎকার  করে,  অ্যাম্বুল্যান্সেই ঘুমাতে বাধ্য হয়েছেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে পেরে আপ্লুত জিতেন্দ্র সিং। আগামীদিনে আরও বেশি করে নিজেকে সমাজসেবার কাজে নিয়োজিত করতে চান তিনি।