Date : 2024-04-26

ওমিক্রনে প্রথম মৃত্যু, বাড়ছে উদ্বেগ

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : এই প্রথম ওমিক্রন আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হল ব্রিটেনে। বিশ্বে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং ভারতের মতো দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার ডেল্টা রূপের দাপটে আগে থেকই ত্রস্ত ছিল বিশ্ব। এর সঙ্গে নতুন আতঙ্ক তৈরি করেছে ওমিক্রন। এতদিন পর্যন্ত ওমিক্রনে মৃত্যুর ঘটনা পাওয়া যায় নি। কিন্তু এবার সেই পরিসংখ্যান পাল্টে গেল। সূত্র জানাচ্ছে প্রায় ৩৮টি দেশে ছড়িয়েছে ওমিক্রন। এবার সেই আতঙ্ককে আর একধাপ বাড়িয়ে করোনার এই প্রজাতিতে মৃত্যু ঘটল দেশে। কীভাবে মৃত্যু হল ওমিক্রনে। সূত্রের খবর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন এখনও অবধি দেশে ওমিক্রনে একজনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সরকারিভাবে একজনের মৃত্যু হলেও মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছে পাল্লা দিয়ে। করোনাকে রুখতে বেশিরভাগ দেশই বুস্টার ডোজের নির্দেশ দিয়েছে। বিভিন্ন দেশে চালু হয়ে গিয়েছেও বুস্টার ডোজ।

ওমিক্রনে মৃত্যু নিয়ে খুব বেশি কিছু জানাতে চাননি বরিস জনসনের সরকার। লন্ডনে প্রায় ৪০ শতাংশ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বরিস জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই সব বাসিন্দাকে বুস্টার ডোজ দেওয়া হবে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি করোনার ভ্যাকসিন নিয়েছেন বলে শোনা গিয়েছিল। বস্তুত দক্ষিণ আফ্রিকায় প্রথম ধরা পড়ে। তবে সংক্রমণ মৃদু ছিল তাঁর। কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে তাঁর। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। ওমিক্রনে যে ব্যক্তি আক্রান্ত হয়েছন তিনি বিদেশ ফেরত কি না, সে বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি। বিশ্বের যাঁরা ওমিক্রন আক্রান্ত হচ্ছেন তাঁরা প্রায় সবাই কোনও না কোনও দেশ থেকে এসেছেন। ইংল্যান্ডে ২৭শে নভেম্বরে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। এরপরেই সে দেশে বাড়ানো হয় করোনা স্বাস্থ্য ও সুরক্ষাবিধি। প্রসঙ্গত ভারতেও মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ। ভারতে প্রায় ৩০ জনের বেশি পার করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে বিশ্বে প্রথম মৃত্যু হল। স্বভাবতই আতঙ্ক বাড়ছে সমস্ত দেশে।