Date : 2024-04-26

কবে মাধ্যমিকের ফল? জানালো মধ্যশিক্ষা পর্ষদ।

নাজিয়া রহমান, রিপোর্টার:– শেষ মাধ্যমিক পরীক্ষা। মোটের উপর নির্ভঘ্নেই সম্পন্ন হয়েছে ২০২২এর মাধ্যমিক। চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ৭ মার্চ শেষ হয়েছে ১৬ মার্চ। এবার কিছুদিন বিরতি। তবে পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে কিছুটা হলেও চাপা চিন্তা থাকে পরীক্ষার্থী ও অভিভাবকদের। সেই চিন্তার অবসান করল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৩ থেকে ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হয় পরীক্ষার ফল। সেই রায়কে মাথায় রেখেই পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল জানালো মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই ঘোষনায় কিছুটা হলেও চিন্তা ঘুঁচবে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের।

চলতি বছরের মাধ্যমিক নিয়ে তেমন কোনও অভিযোগ ওঠেনি। পর্ষদের ব্যবস্থাপনায় ভালো ভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেন। তবে কত জন পরীক্ষায় বসেছেন তা পরীক্ষার ফলপ্রকাশের দিন জানানো হবে বলেই জানিয়েছে পর্ষদ। এবার পরীক্ষা চলাকালীন ৫৩ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে বসেই পর্ষদের সাহায্যে এই পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। ২০২১ সালে করোনার সংক্রমণের জন্য বাতিল করতে হয়েছিল মাধ্যমিক। তবে এবার অর্থাৎ ২০২২ সালে সংক্রমণ নিম্নমুখী হতেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে সরকার। পরীক্ষার্থী, অভিভাবক থেকে শিক্ষকমহল প্রত্যেকেই পরীক্ষা নেওয়া হোক সে নিয়ে মত প্রকাশ করেন। শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা দফতরে আবেদন জানানো হয়। সব দিক বিবেচনা করে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। মাস্ক পরে কোভিড বিধি মেনে পরীক্ষা দেন ২০২২এর মাধ্যমিক পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষা অফলাইনে দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা।