Date : 2024-04-26

শনিবার নাইটদের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ গুতরাত টাইটান্স


শনিবার আইপিএলে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামছে শ্রেয়স আইয়ারের নাইট শিবির। টানা ম্যাচ হারতে থাকায় খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে নাইট শিবির। এখন থেকে জয়ের সরণীতে ফিরতে না পারলে প্লে অফ কার্যত হাতছাড়া হয়ে যাবে নাইটদের। সেকথা মাথায় রেখেই গুজরাটের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে কিং খানের দল। প্রথম একাদশে ফেরানো হতে পারে টিম সাউদিকে। সুনীল নারিনকে ফের একবার ওপেনিংয়ে ব্যবহার করা হতে পারে। প্যাট কামিন্সের থেকে কৃপন বোলিং চাইছেন শ্রেয়স। এখনই যদি ঘুরে দাঁড়ানো না জায়গায় সেক্ষেত্রে লিগের শেষ ল্যাপে এসে এই ম্যাচের হারগুলোর জন্য আফসোশ করতে হবে। সেকথা মাথায় রেখেই সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ারদের গা ঝাড়া দিয়ে উঠতে বলছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

নাইট রাইঢার্সের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।6 ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়া,ডেভিড মিলাররা। রশিদ খানের বিষাক্ত বোলিংয়ের সঙ্গে সুনীল নারিনের মিস্ট্রি স্পিনেরও লড়াই হতে চলেছে এই ম্যাচে। ঋদ্ধিমান সাহা গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন। নাইটদের বিপক্ষে সুযোগ পেলে অবশ্যই ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন পাপালি। আত্মতুষ্টিতে যাতে কোনওভাবেই ক্রিকেটারদের মধ্যে না আসা সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন গুজরাট দলের অধিনায়ক। নিজেও ধারাবাহিকতার মধ্যে থাকতে নাইটদের বিপক্ষে ব্যাটে রান চাইবেন হার্দিক। এখন দেখার, শনিবাসরিয় সন্ধ্যায় গুজরাট না কলকাতা,শেষ হাসি কে হাসে।