Date : 2024-04-26

ভারতের অভ্যর্থনায় খুশি বরিস জনসন

রিমিতা রায়, নিউজ ডেস্কঃ দুদিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে এসেছেন। আহমেদাবাদ দিয়েই তার ভারত সফর শুরু হয়। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হয় বরিস জনসনকে। সূত্রের খবর একাধিক ইস্যু নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের সাথে কথা হয়েছে। তার মধ্যে রয়েছে ইন্দো-প্যাসিফিক এলাকার নিরাপত্তা ইস্যুও। এই অঞ্চলের নিরাপত্তা বজায় ব্রিটেন ভারতকে সাহায্য করবে। আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান থেকে সাবমেরিন সবই সরবরাহ করা হবে। জানা গিয়েছে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে ভারতের ভ্যাকসিন তিনি নিয়েছেন সে কথা জানালেন বরিস জনসন। তিনি বলেন, ভারতে তৈরি ভ্যাকসিন আমি নিয়েছি। ভ্যাকসিনের জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান। শুধু তাই নয় ভারতকে ফার্মেসি অফ ওয়ার্ল্ড বলে আখ্যা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই। ভারতে যেভাবে চারিদিকে সব হোর্ডিং দেখছি তাতে নিজেকে সচিন তেন্দুলকার বা অমিতাভ বচ্চন বলে মনে হচ্ছে। গুজরাটের মানুষ আমাকে অভ্যর্থনা জানানোর জন্য এইসব ব্যবস্থা করেছেন। এরকম অভ্যর্থনা আমি এর আগে কখনো পাইনি।