Date : 2024-04-26

পাহাড়ে শুরু হচ্ছে টি গোল্ড কাপ, অংশ নেবে পাহাড়ি ফুটবলাররা


পয়লা মে থেকে শুরু হচ্ছে টি গোল্ড কাপ। রাজ্যের শ্রম দফতরের সঙ্গে আইএফএ-র যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। উত্তরবঙ্গের 4টি ভাগের মোট 16টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। টি গোল্ড কাপের আসর বসছে উত্তরবঙ্গে। পাহাড় থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ওডলাবাড়িতে শুরু হবে টি গোল্ড কাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে দার্জিলিংয়ের লেবংয়ে। ম্যাচগুলি হবে দুপুর 2.30টেয়। এদিন কলকাতা প্রেস ক্লাবে প্রতিযোগিতার কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার তনুময় বসুরা। চা বাগানের কর্মিদের ফুটবলে আগ্রহ বাড়াতে এবং তাঁদের কলকাতা লিগের বিভিন্ন দলে সুযোগ করে দিতেই এমন উদ্যোগ নেওয়া হল।

এই প্রতিযোগিতার জন্য দলগুলিকে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে। জলপাইগুড়ি, সিলিগুড়ি, ডার্জিলিং এবং আলিপুরদুয়ার থেকে চারটি করে দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ম্যাচগুলি হবে ওডলাবাড়ি, কমলা টি এস্টেট, কার্সিয়াং এবং জুবিলি ক্লাব। গ্রাউন্ডের মাঠে প্রতি দলই গ্রুপ লিগে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। কলকাতা লিগে পাহাড়ি পুত্রদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, এই ধরনের প্রতিযোগিতা থেকেই কলকাতা ফুটবল মাঠের জন্য আগামী দিনের প্রতিভারা উঠে আসবে। পাহাড়েও ফুটবলের প্রসার ঘটাতে এরকম উদ্যোগ। আইএফএ-র নিজস্ব স্কাউট টিমও ম্যাচের জন্য পাহাড়ে থাকবে বলে জানান জয়দীপ মুখোপাধ্যায়। চা বাগানের বহু কর্মি এবং তাদের সন্তানদের ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেও তাঁরা পর্যাপ্ত সুযোগ পাননা। তাই এই উদ্যোগ নিল বঙ্গ ফুটবল সংস্থা।