Date : 2024-05-01

ইতালিকে হারিয়ে ফাইনাল উঠল স্প্যানিশ দল

উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠল স্পেন। ইতালিকে হারিয়ে ফাইনাল উঠল স্প্যানিশ দল। ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। লিগের লাস্ট ল্যাপে ইতালিকে হারালেই ফাইনালের টিকিট হাতে পেত লুইস দে লা ফন্তের দল। শেষ মেষ 2-1 গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে গেল আলভারো মোরাতা, গাভি, রডরিরা। শুরুর তিন মিনিটের মধ্যেই ইতালির রক্ষণে প্রাথমিক ধাক্কা দেয় ইয়েরেমি পিনো। গোল করে এগিয়ে দেন তিনি স্পেনকে। অবশ্য 11 মিনিটেই ছন্দ পতন। রক্ষণভাগের ফুটবলারদের ভুলে পেনাল্টি পায় ইতালি। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেনি ইতালির স্ট্রাইকার সিরো ইমোবিল। প্রথমার্ধ 1-1 গোলে অমিমাংসিত
থাকে। দ্বিতীয়ার্ধে দুই দলই ঝাপায় গোল পেতে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় অনেক দেরি পর্যন্ত। 88 মিনিটে জোসেলু গোল করে স্পেনকে জয় এনে দেন। পাসিং হোক বা বল পজেশন, সব দিক থেকেই ইতালির থেকে অনেকটাই এগিয়ে ছিল স্পেন। কিন্তু গোল পেতে অনেকটাই বেগ পেতে হয় তাদের। কারণ রবার্তো মানচিনির আজুরিদের ডিফেন্স ছিল বরাবরেই মতোই আঁটোসাটো। যদিও শেষমেষ আক্রমনাত্মক ফুটবল খেলেই জয় তুলে নেয় স্পেন। একটা সময় মূহূর্মূহূ আক্রমন শনাতে থাকে স্পেন। তখন কিছুটা দিশেহারা রুপ নেয় কাতেনাচ্চিও ডিফেন্স। ফাইনালে উঠতে না পারলেও আগামি রবিবার তৃতীয় স্থান অধিকারের সুযোগ থাকছে ইতালির কাছে। নেদারল্যান্ডসকে হারাতে পারলেই তৃতীয় স্থান পাবে ইতালি। অন্যদিকে স্পেন-ক্রোয়েশিয়া ফাইনাল আগামি রবিবার রাত 12.15তে।