Date : 2024-04-26

কঠিন গ্রুপে পর্তুগাল, বিশ্বকাপের গ্রুপ লিগে মুখোমুখি স্পেন – জার্মানি

কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। 32 তার দল নিয়ে এবছর হবে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ এ’তে হল্যান্ডের সঙ্গে রয়েছে ইকুয়েডর সেনেগাল এবং কাতার। গ্রুপ বি’তে ইংল্যান্ড, ইরানের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ সি তে রয়েছে মেসির আর্জেন্টিনা। সেই গ্রুপে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরবিয়া। গ্রুপ ডি তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে রয়েছে ডেনমার্ক, তিউনিশিয়া এবং যোগ্যতা অর্জনকারী একটি দল।

ইউরোপিয়ান জায়ান্ট স্পেন এবং জার্মানি আছে গ্রুপ ই’ তে। এশিয়ান জাপান এবং একটি যোগ্যতা অর্জনকারী দল রয়েছে সেই গ্রুপে। গ্রুপ এফ’ এ বেলজিয়াম, ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে মরক্কো এবং কানাডা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে গ্রুপ জি’তে। সেখানে ব্রাজিলের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে গ্রুপ এইচ’ এ। সেখানে রয়েছে লুইস সুয়ারেসের উরুগুয়ে, সন মিনের সাউথ কোরিয়া এবং আসামোয়ার ঘানা। ২১ নভেম্বর থেকে কাতারের শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহা যুদ্ধ। অপেক্ষা এখন কয়েকটা মাসের। শেষ বার বিশ্বকাপে খেলতে নামছে মেসি, রোনাল্ডো। ফলে তাদের দিকেই থাকছে সমর্থকদের নজর।