Date : 2024-04-26

পরেশ পালকে তলব সিবিআইয়ের

রুমঝুম সামন্ত,নিউজ ডেস্ক; রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। বুধবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইসের তরফ থেকে জানা গিয়েছে, কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিত্ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বেলেঘাটার বিধায়ককে। গত বছরের মে মাসে বিধানসভা ভোটের ফলাফলের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। হাইকোর্টে মামলাও করে তারা। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কোথায় কোন রাজনৈতিক কর্মী খুন হয়েছে, সে সবের নেপথ্যে কী ছিল সব কিছুর তদন্ত শুরু করে সিবিআই। এই তদন্তে সবার প্রথমে উঠে কাকুরগাছি বিজেপি কর্মী অভিজিত্ সরকরারের খুনের ঘটনা।


একুশের নির্বাচনের ফলপ্রকাশের দিন রাতে গণনাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে খুন হয়। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকার। ভোট পরবর্তী হিংসার জেরেই খুন হয়েছিল বলেই অভিযোগ একাংশের। অভিজিত্ সরকারের পরিবার এবং বিজেপি দাবি মেনে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং এক কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিতের পরিবার। সিবিআই তদন্তেও একাধিকবার নাম উঠে আসে পরেশ পালের। এই ঘটনায় সিবিআই কয়েকজন কে জিজ্ঞাসাবাদ করলেও পরেশ পালকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে অভিযোগ। যা নিয়ে ক্ষোভ ছিল অভিজিতের পরিবারের। একুশের নির্বাচনের প্রচার চলাকালিন পরেশ পালের বক্তৃতায় একাধিকবার খুন এবং হামলার চালানোর হুমকির কথা ধরা পরে। শনিবার এই তদন্তের অভিযোগ তুলে এবং প্রতিবাদ জানিয়ে সিবিআই দফতরের সামনে প্ল্যকার্ড হাতে নিয়ে অনশনে । সেন মৃতের দাদা বিশ্বজিত্ সরকার। তাদের দাবি অভিজিত্ সরকারের মৃত্যুকালীন বয়ানে পরেশ পালের নাম থকলে এখনও কেন তাঁকে তলব করা হয়নি? এর আগে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল মৃতের পরিবার। হাইকোর্টে জানিয়েছিলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ না করেই চার্টশিট জমা দিচ্ছে সিবিআই। এর পর নিম্ন আদলতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। এবার এই ঘটনায় পরেশ পালকে তলব করে সিবিআই। বুধবার সিবিআইয়ের সিজি কমপ্লেক্সে তাকে ডাকা হয়। তবে সোমবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি বুধবার যাবেন কি না সে বিষয় এখনও স্পষ্ট নয়।