Date : 2024-04-26

মানুষের হিতের জন্যই প্রতিবছর রক্তদান শিবির সত্যব্রতর, পরিবারের যেকোনো অনুষ্ঠানে রক্তদান শিবির করে থাকেন তিনি

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: রক্ত দান জীবন দান – এই কথা চিরন্তন সত্য। বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব , সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির হয়ে থাকে। তবে করোনা ও লকডাউনের জেরে দুবছর রক্তদান শিবির বন্ধ থাকে। গরমকালে বেশি রক্তের প্রয়োজনীয়তা দেখা যায়। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী এছাড়া যারা দুর্ঘটনা কবলে পড়েন তাদের মধ্যে রক্ত এর প্রয়োজনীয়তা দেখা যায়। মানুষের কথা ভেবেই অসকনগরের গলবাজারের বাসিন্দা সত্যব্রত ভট্টাচার্য তার ছেলে আর্য ভট্টাচার্য এর পৈতে অনুষ্ঠানে রক্ত দান শিবিরের আয়োজন করেন। প্রায় ২০০ জন মানুষ এই রক্ত দান অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। এই ধরনের উদ্যোগে সত্যব্রত ভট্টাচার্য কে সাধুবাদ জানাই এলাকার বাসিন্দারা। এবং সত্যব্রত ভট্টাচার্য জানান তিনি প্রতিবছর ছেলের জন্মদিনে রক্তদান শিবির করে থাকেন। তাই এবছর ছেলের পৈতের দিনটাই বেছে নেন। এছাড়া মানুষের হিতের জন্য বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন সতব্রত বাবু। তবে রক্তদানের মধ্য দিয়ে মানুষদের জীবন দান করে অনেকটাই খুশি তিনি।