Date : 2024-04-26

সিবিআই দফতরে হাজিরার নির্দেশ পার্থকে

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক; এসএসসি দুর্নীতি মামলায় বুধবার সিবিআই দফতরে প্রাক্তণ শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট। সন্ধ্যা 6 টার মধ্যে হাজিরা না দিলে সিবিআই তাকে জেল হেফাজতে নিতে পারে বলে জানান বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। উপদ্রেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছেন বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের 20 মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে। এসএসসি গ্রুপ ডি মামলায় হাইকোর্টে বুধবার সকাল থেকেই অনেকবার ধাক্কা খেতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এমনকি আদালতে মন্তব্য, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বা তাঁকে সড়িয়ে দেওয়া উচিত। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, ‘কোনও ভুল থাকলে তা আদালত খুঁজে বের করতেই পারে। কিন্তু কাকে রাখা হবে কাকে রাখা হবে না তা একমাত্র রাজ্য সরকারই ঠিক করবে’।
অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। যদিও তাঁর আর্জি ফিরিয়ে দিয়েছে আদালত। ফলে তাকেও বুধবার সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।