Date : 2024-04-26

একটু দেরি করে হলেও বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। কিন্তু সেভাবে দাপট দেখায় নি এখনও।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: বর্ষা দেরি করে প্রবেশ করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু-তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে বর্ষা এখনও তেমন জোরালো নয় । রবিবার কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে একটু বেলাতে সূর্য দেখা গেলেও পুনরায় আকাশ মেঘলা। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে এবারে যতটা বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার দরকার ছিল ততটা এখনও পর্যন্ত হয়নি। হাওয়া অফিস সূত্র থেকে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদীয়া। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একেবারে বিপরীত ছবি উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।