Date : 2024-05-06

পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা। মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে মিছিল এসএফআইয়ের

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: এসএফআইয়ের পোস্টার ছেড়া ও পড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। পোস্টার ছেড়ার প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এসএফআইয়ের অভিযোগ, কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে এমজি রোডের কাছে মারধরও করা হয় বলে অভিযোগ তুলছেন এসএফআইয়ের সদস্যরা। প্রায় ১০ থেকে ১২ জন এসএফআই সমর্থকদের মারধর করা হয়। অনেকেই আহত হয়েছে। পুরো বিষয় জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হয় বলে জানান এসএফআই এর আহত সমর্থকরা ।

তারাই প্রতিবাদে শনিবার কলেজ স্ট্রিট মোড় থেকে মিছিল করে এসএফআই। প্রেসিডেন্সি পর্যন্ত এই মিছিল পৌঁছায়। তারপর প্রেসিডেন্সির সামনের রাস্তা অবরোধ করে দিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই। এর ফলে রাস্তা জ্যাম হয়ে যায়। তবে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে দেয় এসএফআই সদস্যরা। যানচলাচল স্বাভাবিক হয়।  সমস্যাটা মূলত এসএফআই ও আইসির মধ্যে বলে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এসএফআই। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।