Date : 2024-05-01

ভাইচুংকে এআইএফএফ-এ চাইছেন প্রাক্তন ফুটবলাররা

এআইএফএফ-এর নির্বাচনে দেখা যেতে পারে ভারতীয় ফুটবল আইকন ভাইচুং ভুটিয়াকে। তার সতীর্থরা

চাইছেন বিসিসিআইতে সৌরভ গঙ্গোপাধ্যয়ের মতো এআইএফএফ-এও ভাইচুং সভাপতির পদে আসুন। ভারতীয় ফুটবল

ফেডারেশনের নির্বাচনে লড়তে দেখা যেতে পারে ভাইচুং ভুটিয়াকে। প্রফুল পাটেল পরবর্তী যুগে কার হাতে ভারতীয় ফুটবলের

রাশ থাকে সেই নিয়ে জল্পনা রয়েই যাচ্ছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক

ক্রিকেটার, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে থাকায় সকলেই খুশি। তেমনই ভারতীয় ফুট঵লের সভাপতি পদেও পাহাড়ি

বিছে ভাইচুং ভুটিয়াকে চাইছেন সতীর্থরা। অনেককেই ভাইচুংকে অনুরোধ করেছেন ফেডারেশনের নির্বাচনে লড়ার জন্য। যদিও

এখনই এবিষয় চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেননি ভারতের ফুটবল আইকন। সিওএ অর্থাত্ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটাসের প্রস্তাবিত

ফেডারেশনের নতুন সংবিধান অনুযায়ি যে কেউ এই নির্বাচনে লড়তে পারেন। সেক্ষেত্রে ভাইচুংয়ের এই পদে লড়া নিয়েও খুব

বেশি সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেই ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্ন ওঠায়, ফিফার নির্বাসনের খাড়া ঝুলছে

ভারতের ওপর। এই পরিস্থিতিতে প্রাক্তন ফুটবলারদের সিওএ ভারতীয় ফুটবল সামলাচ্ছেন। তবে যত দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে

নতুন কমিটি এআইএফএফ-র দায়িত্ব নেবে, ততই দেশের ফুটবলের জন্য মঙ্গল। এখন দেখার প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ

গঙ্গোপাধ্যায়ের মতো পাহাড়ি বিছে ভাইচুং ভুটিয়াও ভারতীয় ফুটবলের স্বার্থে ফেডারেশনের নির্বাচনের ময়দানে নামেন কিনা।