Date : 2024-05-02

মোহনবাগান ক্লাব তাঁবু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৈনাক মিত্র, সাংবাদিক; মোহনবাগান ক্লাব তাঁবু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম শতাব্দী প্রাচীন ক্লাবে আসলেন তিনি। ক্লাবের পরিকাঠামো উন্নয়নে সবুজ মেরুনকে আরও 50 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকলেও বুধবার বিকেলেই প্রথমবার মোহনবাগান ক্লাবের নবনির্মিত তাঁবুতে আসেন মুখ্যমন্ত্রী। কাজ অবশ্য শেষ হয়েছিল গতবছর। ক্লাবে পুজোও করেছিলেন তত্লিন সচিব সৃঞ্জয় বসু। তবে ক্লাব তাঁবুর আনুষ্ঠানিক দ্বারোদঘাটন হল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। সরকারি সাহায্যে ক্লাব তাঁবুর অনেকটাই হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর সময় মতো এদিনই ক্লাব তাঁবু উদ্বোধন হল। মোহনবাগানে তৈরি হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস লাইব্রেরি। স্পোর্টস লনও হবে সবুজ মেরুন তাঁবুতে। আগেই মোহনবাগানে বাতিস্তমভ লাগাতে সাহায্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ক্লাবে এসে, পরিকাঠামো উন্নয়নে আরও 50 লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর শাড়িতে ছিল সবুজ মেরুনের ছোঁয়া। শতাব্দী প্রাচীন ক্লাব তাঁবুতে এসে আবেগঘন গলায় মুখ্যমন্ত্রী বললেন, মায়ের কথা মনে পড়ছে। মা মোহনবাগান ছিলেন। বাগানের খেলা থাকলে তার মা পুজো দিতেন কালীঘাটে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রধানকে বঙ্গবিভূষণ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। তারও জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

জাতীয় ক্লাবের মঞ্চ থেকেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন খেল দিবসে কমনওয়েলথে সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে পুরস্কৃত করা। মঞ্চে এবং মাঠে প্রাক্তন ফুটবলারদের ভির দেখা গেলেও মোহনবাগানের এদিনের অনুষ্ঠানের সময় অবশ্য দেখা গেল না ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকে। তার আমলেই শুরু হয় ক্লাবের কাজ। ক্লাবে পুজোও করেছিলেন। তবে এদিন ভাই অরিঞ্জয় থাকলেও চোখে পড়লেন না প্রাক্তন সচিব।