Date : 2024-04-30

এবার পুজোয় ফ্যাশন হোক ‘রঙ’বাহারি

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ পুজোর পোশাক মানেই রঙ খুব গুরুত্বপূর্ণ। কারণ সঠিক রংয়ের পোশাক দিয়েই তো ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। তাহলে এবার পুজোয় সাজ হোক ফ্যাশন হোক ‘রঙ’বাহারি।

পুজোর সময় ট্র্যাডিশনাল পোশাক মাস্ট, আর তাতে লাল-সাদার ছোঁয়া থাকলে,আপনিই অনন্যা। পুজোর দিনগুলোয় সেজে উঠুন লাল পাড় দেওয়া সাদা বা অফ হোয়াইট রঙ ড্রেস বা শাড়িতে। এই পরিস্থিতিতে আপনার ভরসা হতে পারে মায়ের আলমারি। সেখানেএমন এক-আধটা শাড়ি ঠিক খুঁজে পেয়ে যাবেন, যেগুলি মায়ের বহুদিন পরা হয় না। মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে তার পর তা দিয়েই দারুণ পোশাক তৈরি করে নিন

সলিড কালার এবার পুজোয় খুব চলবে। নানা প্যাস্টেল শেডের সলিডস বেছে নিতে পারেন। পুজোর সময় পরার জন্য অফ হোয়াইট, সাদা বা সাদা-লাল কম্বিনেশনের পোশাক রাখুন হাতের কাছে। মায়ের সলিড কালার শাড়ি কেটেও দিব্যি সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন।