Date : 2024-04-26

আদালতের হুঁশিয়ারির পরেও টনক নড়েনি স্বেচ্ছায় বেআইনি নিয়োগপ্রাপ্তরা।এবার তাঁদের তালিকা তলব করল হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাতে কেউ সাড়া দেননি! এবার তাই সিবিআইয়ের কাছে বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি এবং নবম-দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বলেন, ‘”যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই ব্যবস্থা নেবে।”

চলতি বছরের সেপ্টেম্বরে সিবিআইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিচারপতি জানিয়েছিলেন, অযোগ্যরা স্বেচ্ছায় চাকরি ছাড়ুন। না হলে আদালত এমন ব্যবস্থা নেবে যাতে তারা কোনদিনও সরকারি চাকরি না করতে পারেন। ৮ নভেম্বর পর্যন্ত তাদের চাকরি ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। এদিন বিচারপতি জানতে চান, ‘অযোগ্য’রা এখনও পদত্যাগ করেননি কেন? এরপরই সিবিআইয়ের কাছে ওই শিক্ষকদের নামের তালিকা চান বিচারপতি। সেই সঙ্গে বলেন, ‘এবার আদালত ব্যবস্থা নেবে।’ বুধবারই ওই তালিকা জমা দিতে হবে সিবিআইকে। তালিকা জমা দেওয়ার সময় সিবিআইয়ের সিটের প্রধানকেও আদালতে উপস্থিত থাকতে হবে।