Date : 2024-05-02

দেশে বিদেশের নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনের মাধ্যমে উদযাপন হল সুদর্শন চক্রবর্তীর স্যাফায়ার- এর দশম বর্ষ।

রাকেশ নস্কর, সাংবাদিক ঃ দেশ বিদেশের প্রতিভাবান নৃত্যশিল্পীদের একত্রিত করে অনুষ্ঠিত হল ইন্টারফেস ২০২২। যারা নৃত্যের মাধ্যমে নিজেদের ভাবনাকে মঞ্চে মেলে ধরে ।সেই নৃত্যশিল্পীদের জন্য এই প্রয়াস। নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তীর উদ্যোগে কলকাতায় আয়োজিত হল এই অনুষ্ঠান । স্যাফায়ার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের দশম বর্ষ পুর্তি উদযাপনের জন্য ইন্টারফেসের মত মঞ্চকে বেছে নেওয়া হল বলে জানালেন নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী।
নৃত্য অনুভূতি বহ্নিপ্রকাশ করে মুদ্রার মাধ্যমে। তখন একটি ছবি হয়ে ওঠে। যখন কথা বলা হয় না।

কিন্তু অনেক কথা বলা হয় শরীরের ভঙ্গিতে। তখন কোনও সময়ের গল্প বলে সুন্দরভাবে, বলে জানালেন অভিনেত্রী চৈতি ঘোষাল। মহামারীর আবহ কাটিয়ে ফের ইন্টারফেস ফিরে এল স্বমহিমায়। নৃত্যশিল্পীদের একত্রিত করে এই প্রয়াস, নৃত্যশিল্পী, নৃত্যপ্রেমীদের উত্সাহ জাগাবে। নতুন প্রজন্মকে নৃত্যের প্রতি আরও উত্সাহি করে তুলবে সেই আশাই করছেন উদ্যোক্তারা।