Date : 2024-04-26

গ্রামে গ্রামে উঠোন বৈঠকে নামছে বিজেপি, জনসংযোগে জোর নেতৃত্বের।

সুচারু মিত্র সাংবাদিক:- সময় যত গড়াচ্ছে ততই সংগঠন নিয়ে উদ্বেগ বাড়ছে বিজেপির। পঞ্চায়েত ভোটের আগে এবার বিজেপির উঠোন বৈঠক। প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে বিজেপির তরফে। তৃণমূলের গ্রাম চলো এবং চাটাই বৈঠকের পাল্টা কর্মসূচি নিয়ে এবার জনসংযোগে জোর দিতে চলেছে বিজেপি। গ্রাম স্তরে সংগঠনকে শক্তপোক্ত করতে বিজেপির এই উঠোন বৈঠক। গ্রামের মানুষের সমস্যার কথা শুনবেন রাজ্য বিজেপির নেতারা।

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে মন্ডল স্তর থেকে শুরু হচ্ছে বিজেপির উঠোন বৈঠক, কোন নেতারা অংশ নেবেন‌ এই বৈঠকে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে নিঠুস্তরে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতেই উদ্যোগ বিজেপির। শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাংগঠনিক দিক দিয়ে টেক্কা দিতেই বিজেপির অভিনব বৈঠক।

দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ জোনে সংগঠন বিস্তারে এই উঠোন বৈঠক ঘন ঘন করার সিদ্ধান্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের। কিন্তু বৈঠক শুরুর আগেও এখনো বহু জায়গায় বুথ কমিটি তৈরি হয়নি বিজেপির,ফলে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বিজেপির। উঠোন বৈঠকে সফলতা আসবে তো? দলের একাংশ এখন সেই সে প্রশ্নই করছে।