Date : 2024-05-02

শীত পড়তেই বাঁধ ভাঙ্গা উচ্ছাসে সামিল শহরবাসী।

নাজিয়া রহমান, সাংবাদিক:- অপেক্ষা শেষ। শীতপ্রেমী মানুষদেরমুখে ফুটেছে হাসি, কারণ নিম্নমুখী হতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকলেও, আবহাওয়া দপ্তরের তৃতীয় সপ্তাহ থেকে তা কমতে শুরু করলো। রবিবার তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ছিল। আবহাওয়াবিদদের মতে যা স্বাভাবিক। শীতপ্রেমী মানুষেরা তাই এদিন ঘরে বসে না থেকে স্বপরিবার বেরিয়ে পড়েছিলেন শহরের বিভিন্ন জায়গায়। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ময়দানসহ একাধিক জায়গায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেল।

গত দু বছর করোনার জেরে প্রায় গৃহবন্দি দশা কাটাতে হয়েছিল মানুষকে। করোনার সংক্রমণ নিম্নমুখী হতেই ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মানবজীবন। দুবছর ধরে যে বিধিনিষেধ মেনে চলতে হয়েছিল তা বেশির ভাগই নেই এবার। তাই আজ বাঁধন ছাড়া উল্লাসে মেতেছে শহরবাসী।করোনার আগে মানুষ স্বপরিবার যে ভাবে চিড়িয়াখানা, যাদুঘর, ভিক্টোরিয়াতে ঘুরতে এসে সময় কাটাতো ঠিক তেমনই চিত্র ধরা পড়ল এবার। শীতের রোদ পোহাতে পোহাতে চিড়িয়াখানা ও ময়দানে বনভোজের স্বাদ লুটেপুটে উপভোগ করতে দেখা গেল দর্শকদের।