Date : 2024-04-28

সিটি সেন্টার ওয়ানে কমলা লেবু মেলা

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: শীতকাল মানে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, বিভিন্ন জায়গায় পিকনিক। আর তার সঙ্গে ভুরিভোজ। খাবার কে হজম করতে লাগে কমলালেবু। শীতকালের সঙ্গে কমলালেবু ওতপ্রোত ভাবে জড়িত। আমরা জানি কমলালেবু আমাদের শরীরের পক্ষে ও বিশেষ করে চামড়ার পক্ষে উপকারী। চিকিৎসকরাও তাই বলেন। শীতকালে বিভিন্ন মেলা হয়ে থাকে। যেমন বইমেলা, হস্তশিল্প মেলা আবার ফুড ফেস্টিভ্যাল বা মেলা হয়ে থাকে। সিটি সেন্টার ওয়ানে কমলালেবুর মেলা বসেছে। নাম Himalayan orange tourism festival। রাজ্য সরকারের উদ্যোগেই এই মেলার আয়োজন।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার মেলার শুভ উদ্ভোধন করেন মন্ত্রী সুজিত বোস। কমলালেবুর মালা দিয়ে সংবর্ধনা করা হয় তাকে। এছাড়া মঞ্চে নাচ ও গানের আয়োজন করা হয়। মন্ত্রী সুজিত বোস ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। মোট ৩৪ টা স্টল আছে। নেপাল, সিকিম, দার্জিলিঙ, অরুণাচল প্রদেশ অংশগ্রহণ করছেন। শুধু কমলালেবু নয়, মোমো , বিভিন্ন চা , হাতের কাজের জিনিসও বিক্রি হচ্ছে এখানে। পাহাড়ি জিনিসপত্র ও খাবার দেখা গেল এই মেলায়। প্রচুর মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। মন্ত্রী সুজিত বোস বলেন এই ধরনের মেলার আরও আয়োজন করা হবে।