সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক – চলতি মাসেই শহর থেকে গ্রেফতার করা হয়েছে ২ জঙ্গীকে। তাই এই বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বাড়তি নজরদারি কলকাতা পুলিশের। ২১, ২৩ ও ২৫ তারিখ শহরের ৫০ টি এলাকায় চলবে নাকা তল্লাশি। পাশাপাশি শপিং মল, হোটেল, বার, পাব, ডিস্ক, চিড়িয়াখানা ও বাজার এলাকায় চালানো হচ্ছে কড়া নজরদারি। সাদা পোশাকের পুলিশ রাখা হয়েছে শহরজুড়ে। সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবস একই দিনে হওয়ায় রাস্তা থাকবে জনবহুল। ফলে বাড়তি নজরদারিতে রাখা হচ্ছে সমগ্র কলকাতাকে। বিশেষ করে শুধু মাত্র রেড রোড চত্বরের জন্য রাখা হচ্ছে প্রায় ৩০০০ পুলিশ বাহিনী। ২০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন রেড রোডের বিভিন্ন এলাকায়। ৪৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিককেও রাখা হচ্ছে রেড রোডে। এঁদের অধীনে থাকবেন ১৪৮ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। মোট ৩১২ জন সাবইন্সপেক্টর ও সার্জেন্ট এদিন কর্তব্যরত থাকবেন। রাখা হবে ৩৪০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের পুলিশ কর্মীকে। রেড রোড চত্বরকে নজরবন্দী করতে ১০ টি ওয়াচ টাওয়ার থাকছে। ড্রোনের মাধ্যমেও হবে নজরদারি। জরুরী অবস্থার জন্য ১৪ টি অ্যাম্বুলেন্স ও ১৩ টি কুইক রেসপন্স টিম থাকবে। ৫৮ টি পিসিআর ভ্যান থাকবে রেড রোড ও তার আসেপাশে। এছাড়াও অ্যাডিশনাল সিপিরা ও জয়েন্ট সিপিরা সার্বিক দায়িত্বে থাকবেন বলে লালবাজার সূত্রে খবর।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা
- গরমের অজুহাতে স্কুল ছুটি, অনৈতিক বদলি শিক্ষক বদলের বিরুদ্ধে মিছিল।
- রাজ্যে মাইক্রো লেভেলে এক হাজার সভা করবে বিজেপি, জুনে আসছেন মোদী- শাহ- নাড্ডা।
- স্নাতকের ৪বছরের কোর্স নিয়ে সমস্ত বিভ্রান্তির অবসান হল বৃহস্পতিবার।
- ৯ই জুন পর্যন্ত দাবদাহের বার্তা, অস্বস্তি আরও বাড়বে