Date : 2024-04-27

হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্দেশিকা জারি বনদফতরের

সঞ্জু সুর, সাংবাদিক : বাবার বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে হাতির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস এর। শিলিগুড়িতে থাকাকালীন খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ব্যথিত মুখ্যমন্ত্রীর নির্দেশে হাতি ও অন্য জন্তুর হানা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে ব্যবস্থা নিলো বন দফতর। দফতরের কর্মিদের ছুটি বাতিলের পাশাপাশি আট দফা নির্দেশিকা জারি করা হল বন দফতরের পক্ষ থেকে।

বন দফতর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী ১) যতদিন এই পরীক্ষার মরসুম চলবে ততদিন পর্যন্ত বন দফতরের সব কর্মিদের ছুটি বাতিল করা হলো। পাশাপাশি ২) যেখানে বা যে স্থান দিয়ে বন্য হাতি চলাফেরা করে সেই সব এলাকায় ড্রপ গেট বসাতে হবে। ৩) পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কোন রাস্তা এড়াতে হবে বা কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তা মাইকিং করে জানাতে হবে। ৪) বন দফতরের ফিল্ড অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে ও পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে। ৫) প্রয়োজনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ৬) হাতির হানা ঠেকাতে বা বন্য হাতিকে এলাকা ছাড়া করতে ‘ঐরাবত’ নামক স্পেশাল গাড়িগুলোকে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করতে হবে। এক এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা, দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তারপরেই বন দফতর এই নির্দেশিকা জারি করে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করলো বলেই মনে করছেন প্রশাসনের অনেকে।