Date : 2024-04-26

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ডিএ আন্দোলনকারীদের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ক্রমশই বাড়ছে ডিএ-কে কেন্দ্র করে আন্দোলনের ঝাঁঝ। প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে লাগাতার আন্দোলন এবং অনশন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার রবিবাসরীয় আবহে তারা সাক্ষাৎ করলেন রাজ্যপালের সঙ্গে। শনিবার রাজ্যপাল টুইট করেন। যে টুইতে তিনি লেখেন ডিএ-কে নিয়ে সরকারি কর্মচারীরা যে আন্দোলন এবং অনশন করে চলেছেন তার বিহিত হওয়া উচিত। তিনি সরকারি কর্মচারীদের অনশন তুলে নেওয়ার বার্তাও দেন। এরপর রবিবার সকালে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে রাজভবনে।

যে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ, লাগাতার অনশন করে যাচ্ছেন তিনি শরীর ভাঙছে তবে মনের জোর নয়। এদিন তারা রাজ্যপালকে লিখিতভাবে তাদের দাবি জানিয়েছেন। তারা বলেছেন সরকার যেন এবার তাদের দিকে নজর দেয়। একই সঙ্গে তারা রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন যদি রাজ্যপাল একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন যে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারা আরো বলেছেন যদি সরকার তাদের প্রতি সংবেদনশীল হয় তাহলে তারা তাদের অবস্থান এবং অনশন তুলে নেবেন কিন্তু যতদিন না পর্যন্ত সরকার তাদের দিকে নজর না দিচ্ছে ততদিন অব্দি এই আন্দোলন চলবে। এতগুলো দিনে একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তারপরেও অনশন ছাড়েননি তারা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঠিক কোন দিকে মোড় নেয় ডিএ জটিলতা নজর এখন সেদিকেই।