Date : 2024-04-29

নেই পর্যাপ্ত চিকিৎসক, রাজ্যের হাসপাতালে শুরু হচ্ছে সিসিইউ প্রশিক্ষণ শিবির

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এবার রাজ্যের হাসপাতালে শুরু হচ্ছে সিসিইউ প্রশিক্ষণ শিবির। চিকিৎসকদের সিসিইউ নিয়ে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্য নিয়েই এই শিবির শুরু হচ্ছে

৩রা জুলাই থেকে রাজ্যের ৫ সরকারি হাসপাতালে শুরু হচ্ছে চিকিৎসকদের সিসিইউ নিয়ে প্রশিক্ষণ। কারণ সিসিইউ বিশেষজ্ঞদের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। প্রায় সব স্তরের হাসপাতালে সিসিইউ থাকলেও পর্যাপ্ত পরিমাণে বিশেষজ্ঞ নেই। তাই একমাসের এই প্রশিক্ষণ চলবে। প্রয়জন হলে এই শিবিরের সময়সীমা আরও বাড়ানো হবে।
আরজিকর হাসপাতাল এমআরবাঙুর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, হুগলি ইমামবাড়া হাসপাতাল এবং
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই ট্রেনিং চলবে।

বেসরকারি হাসপাতালে সিসিইউ-তে রেখে রোগীকে চিকিৎসা করানোর খরচ আকাশছোঁয়া। সেই জায়গায় সরকারি হাসপাতালের সিসিইউ রোগীর পরিবারের জন্য বেশ সহজলভ্য। আর সেটাকেই যাতে আরও বেশি করে ব্যবহার করা যায় তাই এই শিবির

এ বিষয়ে পথ দেখিয়েছে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতাল। এখানে অগ্নিদগ্ধ রোগীদের জন‌্য অত্যাধুনিক দু’টি বার্ন ইউনিট আছে।  একটিতে ৩৬টি শয‌্যা, অন‌্যটিতে ৩৪টি। সবমিলিয়ে ৭০টি বেড এখানে। এর মধ্যে ৬-৭টা ডরমেটরি বেড বাদ দিলে বাকিগুলি কেবিন। এবার দগ্ধ রোগীদের জন্যে আলাদা সিসিইউ চালু করল বাঙুর। দোতলায় মূল সিসিইউ’র উলটোদিকে এই ক্রিটিক‌্যাল কেয়ার ইউনিট খোলা হয়েছে