Date : 2024-04-29

পুজোর সূচনা হলো তুতারি নামক রাজকীয় বাজনা দিয়ে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :- পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। তার পাশাপাশি পুজোর সূচনাও দিকে দিকে শুরু হয়ে যাচ্ছে। সামনেই রথ। রথের আগে বা রথের দিন অনেক পুজো উদ্যোক্তারা খুঁটি পুজো দিয়ে পুজোর সূচনা করে দেন। তেমনি মাস্টার দা স্মৃতি সংঘ রবিবার রথের আগেই খুঁটি পুঁতে পুজোর উদ্বোধন করে দিয়েছে। মহিলা ঢাকি দিয়ে ঢাক বাজিয়ে পুজোর বাদ্দি বাজিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

তবে এখানে শেষ নয় মুম্বই থেকে আনা হয়েছে এই তুতারি। সবাই জানে মোটের ওপর সব পুজোতেই থাকেন রাজনৈতিক ব্যক্তিত্বদের চমক। মাস্টার দা স্মৃতি সংঘ পুজোর উদ্বোধনে চমক দিতে মহারাষ্ট্র থেকে তুতারি আনা করিয়েছেন । এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অদিতি মুন্সী।

হাতে আর সময় নেই। বাতাসে পুজোর গন্ধ। কুমোরটুলিতে প্রতিমা গড়ার কাজ শুরু। বিদেশে অনেক ঠাকুর পাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। তার মধ্যেই কলকাতায় নামিদামি পুজো গুলো পুজোর সূচনা করছে বিভিন্ন আঙ্গিকে। সেখানে পিছিয়ে নেই মাস্টারদা স্মৃতি সংঘ।