Date : 2024-05-03

সরকারি বাসে সারপ্রাইজ ভিজিট। আয় বাড়লো কর্পোরেশন এর

সঞ্জু সুর, সাংবাদিক : সরকারি বাসে বিনা টিকিটের যাত্রী ধরতে তল্লাসি অভিযান চালিয়ে টিকিট বিক্রিতে আয় বাড়লো দশ শতাংশের বেশি। শুধুমাত্র শহর বা শহরতলীর সরকারি বাস নয়, এই অভিযান চালানো হয়েছে দুরপাল্লার বাসের ক্ষেত্রেও। ৭২ জন যাত্রীকে জরিমানা করার পাশাপাশি ৭ জন কন্ডাক্টারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কন্ডাক্টরকে ম্যানেজ করে বা ফাঁকি দিয়ে সরকারি বাসে সফর করার দিন এবার শেষ হতে চলেছে। রাজ্য সরকারের পরিবহন দফতর এই বিষয়ে বেশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ফল‌ও ফলেছে হাতে নাতে। WBTC (West Bengal Transport Corporation) তাদের তিনটি কর্পোরেশন (CSTC, CTC, WBSTC) এর বাসেই সারপ্রাইজ চেকিং শুরু করেছে আরও নিবিড় ভাবে। এর আগে সিটি রুটের বাসের ক্ষেত্রে সারাদিনে দুই শিফটে চেকিং করা হতো, তাও ছিলো অনিয়মিত। কিন্তু এখন সারাদিনে তিন শিফটে চেকিং করা হয় যার শুরু হয় সকাল সাড়ে ছয়টা থেকে আর শেষ হয় রাত ন’টায়। দূরপাল্লার বাসের ক্ষেত্রেও এই ধরনের সারপ্রাইজ চেকিং করা শুরু হয়েছে নিয়মিতভাবে। এই কাজের জন্য অতিরিক্ত কর্মিকে ব্যবহার করছে কর্পোরেশন। কর্পোরেশন সূত্রে খবর, শুধুমাত্র মে মাসেই প্রতিদিন প্রায় ১০০ টি করে বাসে সারপ্রাইজ চেকিং করা হয়েছে। এতে ৭২ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। হয় তাদের কাছে কোনো টিকিট ছিলো না, নয়তো স্বল্প দূরত্বের টিকিট কেটে অধিক দূরত্বে ট্রাভেল করছিলেন। এসব ক্ষেত্রে কখনো কন্ডাক্টরকে ম্যানেজ করে অথবা সম্পূর্ণ ফাঁকি দিয়েই তারা একাজ করছিলেন। পরিবহন দফতরের কর্মিদের সারপ্রাইজ ভিজিটে ধরা পড়ায় যাত্রীদের থেকে অন স্পট ২০০ টাকা করে জরিমানা করে ও তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্পোরেশনের স্থায়ী বা চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিয়েছে দফতর। চালক বা কন্ডাক্টর অর্থাৎ বাসের ক্রু মেম্বারদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ তার‌ই অঙ্গ। চুক্তিভিত্তিক কর্মিদের চাকরি কেড়ে নেওয়া থেকে শুরু করে স্থায়ী কর্মিদের ক্ষেত্রে আর্থিক জরিমানা সহ অন্য দফতরে সরিয়ে দেওয়া, সাসপেন্ড করার মতো পদক্ষেপ‌ ও গ্রহণ করেছে কর্পোরেশন।