Date : 2024-05-02

ইন্টার মিয়ামির জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি

ইন্টার মিয়ামির জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি

ইন্টার মিয়ামির জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি। আর্জেন্তাইন রাজপুত্রের মার্কিন অভিষেকটাও হল রাজকীয়ভাবেই। শেষ মূহূর্তের ফ্রি কিকে গোটা স্টেডিয়ামকে মাতিয়ে তুললেন এলএমটেন। ম্যাচের শেষ লগ্নে দেখা গেল মেসির বাঁ পায়ের জাদু। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁক খাওয়ানো ফ্রি কিকে মেক্সিকোর ক্রুজ আজুলের গোলে বল জড়িয়ে দেন আর্জেন্তাইন সুপারস্টার। তার গোলেই লিগ কাপের ম্যাচে জয় তুলে নিল ইন্টার মিয়ামি। 90 মিনিট শেষে গোল শুন্য ছিল। সংযুক্তি সময়,বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মিয়ামি। খুব স্বাভাবিকভাবেই বল যায় মেসির পায়ে। যিনি ফ্রি কিক মারেন পেনাল্টির ঢংয়ে, সেই মেসির কাছে এই ফ্রি কিক ছিল মিয়ামির হয়ে অভিষেক ম্যাচে গোল করার সুবর্ণ সুযোগের মতো। সুযোগ হাতছাড়া না করে গোল করেন। ম্যাচের ফল ইন্টার মিয়ামির পক্ষে 2-1 করেন লিও। যদিও মেসিভক্তদের একটু হলেও মন খারাপ। কারণ আন্দ্রে ইনিয়েস্তা, জাভি, সার্জিও র্যামোস, এমবাপে, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে খেলা মেসি ইন্টার মিয়ামিতে খেললেন আনকোরা সতীর্থদের সঙ্গে। মেজর লিগের তিনিই প্রধান আলো। কিন্তু পাশে তার সতীর্থরা সমমানের না হওয়ায় অনেক সমর্থকই সোশাল মিডিয়ায় বললেন, ইউরোপই ছিল বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারের সেরা ঠিকানা।