Date : 2024-04-28

আজ ডুরান্ড কাপের ডার্বি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল সব সময়ই ভয়ঙ্কর

আজ ডুরান্ড কাপের ডার্বি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল সব সময়ই ভয়ঙ্কর। টানা আট ম্যাচে হারের বদলা নিতেই মুখিয়ে সিভেরিও, হরমনজ্যোত-রা৤ দলের ফুটবলারদের সঙ্গে এই ম্যাচের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন খাবরা। ডার্বিতে বাড়তি দায়িত্বও বর্তাচ্ছে তার কাঁধে। শনিবার মরসুমের প্রথম ডার্বি জয়ের লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল। চার বছরের অপেক্ষা কাটিয়ে ডার্বির রঙ লালহলুদ করতে মুখিয়ে রয়েছেন লালহলুদ ফুটবলাররা। 2019 সালে শেষবার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। নতুন কোচের হাত ধরে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া মান্দার রাও দেসাই, টোরো, ক্রেসপোরা। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করাটা দলের আত্মবিশ্বাসে ঘাটতি এনেছে। তার ওপর লালকার্ড দেখেছিলেন নিশু কুমার। তাই ডার্বিতে লালহলুদের প্রাণ ভোমরা বর্ষিয়াণ হরমনজ্যোত সিং খাবরা। ম্যাচের আগের দিন দলের নবাগত ফুটবলারদের এই ম্যাচ সম্পর্কে বলে দিচ্ছিলেন খাবরা। কলকাতায় ষাট হাজারি দর্শকের সামনে খেলার অভিজ্ঞতায় নেই ক্রেসপো, সিভেরিওদের। এই জোড়া ফলার ওপর অনেকাংশেই নির্ভর করবে লালহলুদের ডার্বির ভবিষ্যত্। এই ম্যাচে অবশ্য কোনওরকম ঝুকি না নিয়ে বাগানের আক্রমনের ফুটবলারদের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামিয়ে দেওয়া হতে পারে জর্ডন এলসেকে। দল এখনও প্রস্তুত নয়। কারণ সবে মাত্র সপ্তাহখানেক হয়েছে অনুশীলন শুরু হয়েছে। এখনও ফুটবলাররা আসছেন। গতবাররে সেরা তারকা ক্লেইটন সিলভাও সেভাবে অনুশীলন করতে পারেননি। ফলে বাগানের মতো কমপ্যাক্ট দল ছাড়াই সিমিত শক্তিতে বাজিমাত করতে প্রস্তুত লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। গতবারের তুলনায় এই ইস্টবেঙ্গল দল যথেষ্ট পরিণত। জুনিয়র মহেশ থেকে সিনিয়র খাবরা বা মান্দার, চাপ নিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই অ্যাটাক ইজ দ্যা বেস্ট অফেন্স পলিসিতেই বাগানের শক্তাশালি আক্রমনভাগকে টার্গেট করার ভা঵নায় লালহলুদ কোচ। এখন দেখার শনিবাসরিয় ডার্বি জিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা ইস্টবেঙ্গল।। টানা আট ম্যাচে হারের বদলা নিতেই মুখিয়ে সিভেরিও, হরমনজ্যোত-রা৤ দলের ফুটবলারদের সঙ্গে এই ম্যাচের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন খাবরা। ডার্বিতে বাড়তি দায়িত্বও বর্তাচ্ছে তার কাঁধে। শনিবার মরসুমের প্রথম ডার্বি জয়ের লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল। চার বছরের অপেক্ষা কাটিয়ে ডার্বির রঙ লালহলুদ করতে মুখিয়ে রয়েছেন লালহলুদ ফুটবলাররা। 2019 সালে শেষবার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। নতুন কোচের হাত ধরে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া মান্দার রাও দেসাই, টোরো, ক্রেসপোরা। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করাটা দলের আত্মবিশ্বাসে ঘাটতি এনেছে। তার ওপর লালকার্ড দেখেছিলেন নিশু কুমার। তাই ডার্বিতে লালহলুদের প্রাণ ভোমরা বর্ষিয়াণ হরমনজ্যোত সিং খাবরা। ম্যাচের আগের দিন দলের নবাগত ফুটবলারদের এই ম্যাচ সম্পর্কে বলে দিচ্ছিলেন খাবরা। কলকাতায় ষাট হাজারি দর্শকের সামনে খেলার অভিজ্ঞতায় নেই ক্রেসপো, সিভেরিওদের। এই জোড়া ফলার ওপর অনেকাংশেই নির্ভর করবে লালহলুদের ডার্বির ভবিষ্যত্। এই ম্যাচে অবশ্য কোনওরকম ঝুকি না নিয়ে বাগানের আক্রমনের ফুটবলারদের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে নামিয়ে দেওয়া হতে পারে জর্ডন এলসেকে। দল এখনও প্রস্তুত নয়। কারণ সবে মাত্র সপ্তাহখানেক হয়েছে অনুশীলন শুরু হয়েছে। এখনও ফুটবলাররা আসছেন। গতবাররে সেরা তারকা ক্লেইটন সিলভাও সেভাবে অনুশীলন করতে পারেননি। ফলে বাগানের মতো কমপ্যাক্ট দল ছাড়াই সিমিত শক্তিতে বাজিমাত করতে প্রস্তুত লালহলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। গতবারের তুলনায় এই ইস্টবেঙ্গল দল যথেষ্ট পরিণত। জুনিয়র মহেশ থেকে সিনিয়র খাবরা বা মান্দার, চাপ নিয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই অ্যাটাক ইজ দ্যা বেস্ট অফেন্স পলিসিতেই বাগানের শক্তাশালি আক্রমনভাগকে টার্গেট করার ভা঵নায় লালহলুদ কোচ। এখন দেখার শনিবাসরিয় ডার্বি জিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা ইস্টবেঙ্গল।