Date : 2024-04-28

রবিবারের ম্যাচে রোহিতদের বদলা নিতে পারেন উদয়রা

রবিবার ছোটদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ভারতঅবশ্য অনেক ভালো ভাবেই ফাইনালের টিকিট হাতে পেয়েছিল। গত বারের মতো এবারও ট্রফি জিততে মরিয়া ভারতীয় শিবির। ছোটদের বিশ্বকাপেও যেন বড়দের ছোঁয়া। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। রবিবারও অনূর্ধ্ব 19 -এর বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচে ফলাফল কি হতে চলেছে সেদিকে তাকিয়ে সমর্থকরা। ভারতকে হারাতে পরিকল্পনা সেরেই মাঠে নামবে অজিরা। কারণ উদয়, মুশিরদের মতোই প্রত্যেকটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে হিউজ ওয়েবজেনরা। এর আগে 2012 এবং 2019 সালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। দুবারই জয়ী হয়েছিল ভারত। তাই বিশেষজ্ঞদের মতে, বদলার ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। ফাইনাল ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান বলেছেন, “বিশ্বকাপ ফাইনালে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করবে। প্রথম ম্যাচ থেকেই আমরা ট্রফি জেতার লক্ষ্য সামনে রেখেই এগিয়েছি। রবিরাবের ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ নয়। ইতিহাসের পাতায় নাম লেখানোর একটা সুযোগ। এই মুহূর্তে আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নিজের সেরাটা দিয়েই খেলবো। দেশকে গর্বিত করার জন্য আমরা তৈরি।” রবিবারের ম্যাচে রোহিতদের বদলা উদয়রা নিতে পারেন কিনা সেটাই দেখার।