Date : 2024-05-04

চন্দ্রযান ৩ র সাফল্যের পর নয়া ভাবনায় ইসরোর বিজ্ঞানীরা।

নাজিয়া রহমান, সাংবাদিক : চন্দ্রযান ৩ র সাফল্যের পর নয়া স্বপ্ন পূরণের আলোচনায় ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। এবার শুধু চাঁদের মাটিতে পা দেওয়া নয় চাঁদ থেকে নমুনা নিয়ে ফেরার পরিকল্পনা করছে ইসরো।

চাঁদের মাটিতে এখনও ঘুমন্ত ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। যত সময় যাচ্ছে ততই ক্ষীণ হচ্ছে তাদের আবার জেগে ওঠার আশা। বিক্রমের জেগে ওঠার আশা মনে নিয়ে ফের নতুন স্বপ্ন দেখতে শুরু করল ইসরোর বিজ্ঞানীরা।চাঁদে অবতরণের পরেও আরও একবার সফট ল্যান্ডিং করেছিল ল্যান্ডার। আর সেই সাফল্য থেকেই নতুন ভাবনা চিন্তার উদয়। তাই এবার চাঁদের মাটিতে পা রাখা নয়। আগামী দিনে সেখান থেকে নমুনা নিয়ে ফেরার পরিকল্পনা করছে ইসরো। তবে কবে নাগাদ ফের চন্দ্রাভিযান হবে তা নিয়ে তেমন কোনও আলোচনা হয়নি। এখনই কোনও টাইমলাইন মেনে ময়দানে নামতে চাইনা। এখন এই অভিযান নিয়ে ভাবনাচিন্তা চলছে। এবং সেই ভাবনাচিন্তার মূলে রয়েছে বিক্রমের দ্বিতীয় সফট ল্যান্ডিং। যার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।