Date : 2024-04-28

Mohun Bagan Preview; শনিবার সল্টলেক স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামছে মোহনবাগান

শনিবার সল্টলেক স্টেডিয়ামে এফসি গোয়ার বিপক্ষে মাঠে নামছে। তার আগে কার্ড আর চোট সমস্যা নিয়ে মাথায় হাত মোহনবাগান কোচের। গত ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা চাপ বেড়েছে ফেরান্দোর। এএফসি কাপ বাদ দিয়ে বাকি দুটি ঘরোয়া প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন করেছেন বাগানকে। কিন্তু কার্ড আর চোট সমস্যায় জর্জরিত সবুজ মেরুন এখন বেজায় বিপাকে। গোয়ার বিপক্ষে নেই প্রথম একাদশে তিন খেলোয়াড় লিস্টন, আশিস রাই এবং হেক্টর য়ুসতে। একান্ত বাধ্য হয়েই রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের এনে কোনও মতে মান বাচাতে হবে বাগান কোচকে। এই ম্যাচে তাই বিদেশী ফুটবলারদের থেকে বাড়তি ওয়ার্ক লোড চাইছেন ফেরান্দো। গোয়া শিবির এবার আইএসএলে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে। 20 পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে তারা। মোহনবাগান দল সমসংখ্যক ম্যাচে 1 পয়েন্ট কম পেয়েছে বটে। কিন্তু এই ম্যাচে গোয়ার শিবিরে যে তেমন কোনও চোটাঘাত বা কার্ড সমস্যা নেই। সেখানে বাগানের তো সেরা প্রথম একাদশ নামানোই দায়। বাগান কোচ এমনিতে এসব নিয়ে খুব বেশি কথা বলেননা বটে, তবে পরিস্থিতিতে যে খুব ভালো নয়, সেটা গোয়া ম্যাচের আগে তার শরিরি ভাষা থেকেই স্পষ্ট।
গোটা কম্বিনেশনেই বদল আনতে হচ্ছে সবুজ মেরুন কোচকে। সাহাল ফিরলে একটু চাপ কমবে। অনিরুদ্ধ থাপাকে প্রথম থেকে খেলাতে হবে। আশিস রাইয়ের পরিবর্তে দেখা যেতে পারে সুমিত রাঠিকে। কিয়ানকে উইংয়ে খেলানো হতে পারে, সেক্ষেত্রে মনবির একটু নিচ থেকে খেলবেন। পেত্রাতোসকেও প্রথম একাদশে গোয়ার বিপক্ষে রাখতে হবে বাগান কোচকে। ঘরের মাঠে খেলা হওযায় তিন পয়েন্ট না এলেও অন্তত এক পয়েন্ট চাইছেন ফেরান্দো। হাতছাড়া করা যাবে না। নাহলে লিগ টেবিলে কিছুটা পিছিয়ে পড়তে হবে। এখন দেখার নোয়াহ, ম্যাকহিউগ, বরিস সিংদের বিপক্ষে সল্টলেকে পয়েন্ট তুলতে পারে কিনা সবুজ মেরুন শিবির।