Date : 2024-05-02

Mushfiqur Rahim: হাত দিয়ে বল ধরে আউট হলেন মুশফিকর রহিম

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে অবাক কান্ড। হাত দিয়ে বল ধরে আউট হলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকর রহিম। শের ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচে ভালোই খেলছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকর রহিম। 50 রানের পার্টনারশিপও হয়ে গেছিল রহিমের। কিন্তু হঠাত্ই নিউজিল্যান্ড দলকে বোনাস দিয়ে ফেলেছে মুশফিকর। কাইল জেমিসনের বল খেলার পর হঠাত্ তার কি মনে হয়। বল টি হাত দিয়ে ধরে ফেলেন। এরপরই তাকে সাজঘরে ফেরানোর সুযোগ হাতছা়ড়া করেনি নিউজিল্যান্ড। উল্লেখ্য শাকিব আল হাসান যেভাবে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বঞ্জেলো ম্যাথিউজকে আউট করেছিলেন তাতে স্পোর্টিং স্পিরিটের বালাই নেই। ফলে মাঠ ছাড়তে হয় মুশফিকর রহিমকেও। অবশ্য বলটি কোনওভাবেই উইকেটের দিকে যাচ্ছিল না। বরং ওয়াইড লাইনের দিকে যাচ্ছিল কোকাবুরা বলটি। তখনই হঠাত্ হাত দিয়ে বল ধরে বসেন 36 বছর বয়সি মুশফিকর। এরপর থার্ড আম্পায়ারের কাছে বিষয়টি নিয়ে সিদ্ধান্তের জন্য পাঠান ফিল্ড আম্পায়াররা। তিনি দ্বিতীয় ব্যাটার যিনি এভাবে আউট হলেন। এর আগে মাইকেন ভন ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে ভারতের বিপক্ষে 2001 সালে এমন ঘটনা ঘটিয়েছিলেন। সেই সময় আউটের নামছিল হ্যন্ডলিং দ্য বল নামে। এখন অবশ্য পুরো বিষয়টি অবস্ট্রাকটিং ফিল্ড আউটের মধ্যেই পড়ে। ক্রিকেট ইতিহাসে এমন আউট বিরল। আর সেই বিরল ঘটনা ঘটালেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার মুশফিকর রহিম।